Ticker

6/recent/ticker-posts

Ad Code

ফিল্ড অফিসার (ডায়াগনস্টিক) সনোল্যাব ও ডায়াগনষ্টিক সেন্টার, সৈয়দপুর।

 

ফিল্ড অফিসার (ডায়াগনস্টিক)

সনোল্যাব ও ডায়াগনষ্টিক সেন্টার, সৈয়দপুর।

 Full-time

 

RequirementsEducation

  • এইচ, এস, সি বা অনার্স পাশ।
Additional Requirements
  • অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • প্রার্থীকে অব্যশই সুস্পষ্টভাষী ও সদালাপী হতে হবে।
  • কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।
  • বর্তমান বাজারের প্রবণতা এবং ক্রেতার মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা থাকতে হবে।
  • নির্ধারিত বাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
  • প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
Responsibilities & Contextসনোল্যাব ও ডায়াগনষ্টিক সেন্টার, সৈয়দপুর-এ কিছু সংখ্যক পুরুষ/মহিলা "ফিল্ড অফিসার" নিয়োগ করা হবে।কর্ম এলাকা: সৈয়দপুর পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে।
  • নেতৃত্ব দেওয়া এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক স্থাপন করা।
  • বিক্রয়ের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ করা।
  • দীর্ঘমের্য়াদী পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন, যার মধ্যে কর্মক্ষমতা উৎকর্ষের দিকে পরিচালিত একটি উদ্যোগ অন্তর্ভুক্ত ।
Compensation & Other Benefitsপ্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।WorkplaceWork from homeEmployment StatusFreelanceJob LocationNilphamari (Saidpur)Apply ProcedureHard Copyআগ্রহী প্রার্থীগন পরিচালক বরাবরে স্বহস্তে বা কম্পিউটার কম্পোজের মাধ্যমে আবেদন পত্র, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের কপি, পাসপোর্ট সাইজের ছবি ০৩ কপিসহ আগামী ২০/০১/২০২৫ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নিম্নোক্ত ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে।ঠিকানা :-পরিচালক,সনোল্যাব ও ডায়াগনষ্টিক সেন্টার সৈয়দপুর, দিনাজপুর রোড, সোনালী ব্যাংক সংলগ্ন, সৈয়দপুর নীলফামারী।যোগাযোগের নম্বর: ০১৭৪৫০৮১৩৫৪Company Informationসনোল্যাব ও ডায়াগনষ্টিক সেন্টার, সৈয়দপুর।

 

Post a Comment

0 Comments